হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেছেন:
اِنَّ طالِبَ الْعِلْمِ اِذا خَرَجَ مِنْ مَنْزِلِهِ لَمْ يَضَعْ رِجْلَهُ عَلى رَطْبٍ وَلا يابِسٍ مِنَ الاَْرْضِ اِلاّ سَبَّحَتْ لَهُ اِلَى الاَْرَضينَ السّابِعَةِ
যখন একজন শিক্ষার্থী তার বাড়ি থেকে বের হয় তখন তিনি পৃথিবীর কোন শুকনো বা ভেজা অংশে পা রাখেন না বরং সপ্তম আসমান পর্যন্ত তার জন্য তসবিহ পাঠ করে।
(বিহারুল-আনওয়ার, খণ্ড ১, পৃ. ১৬৮, হা. ১৬)